শরীয়তপুরের নড়িয়া থানায় কাগজপত্রবিহীন মোটরসাইকেল জব্দকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল ছাড়িয়ে নিতে এসে উত্তেজিত একদল দুর্বৃত্ত থানায় হামলা চালায়। এ সময় ধারাল অস্ত্রের আঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হন। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নড়িয়া থেকে তিনটি কাগজপত্রবিহীন মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরদিন রাতে কয়েকজন যুবক মোটরসাইকেল ছাড়িয়ে নিতে থানায় গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। কাগজপত্র না থাকায় পুলিশ মোটরসাইকেল ছাড়তে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয়। হামলাকারীরা থানার দুটি কক্ষ ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়।
এই ঘটনায় কনস্টেবল মো. বিল্লাল হোসেন গুরুতর আহত হন। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীদের মধ্যে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ছিলেন। যদিও পুলিশ এখনও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি।
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে রাজনৈতিক দলেরই হোক না কেন, পুলিশের স্থাপনায় হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম