বাগেরহাটে বাণিজ্য মেলার আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে সম্মিলিত ব্যবসায়ী সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বাগেরহাট শহরের কয়েকশ ব্যবসায়ী অংশ নেন। পরে তারা মিছিল নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। বর্তমানে অর্থনৈতিক মন্দা চলছে, ব্যবসায়ীরা মূলধন হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। তাই বাগেরহাটে অবিলম্বে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমানে অর্থনৈতিক মন্দা চলছে, ব্যবসায়ীরা মূলধন হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। দোকান ভাড়া, কর্মচারী বেতন দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।
লাটারির নামে জুয়ার আসর বসবে। কাদের স্বার্থে এই বাণিজ্য মেলার আয়োজন হচ্ছে। ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স এ আয়োজন বিষয়ে কিছুই জানে না। তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আজ বাধ্য হয়ে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীরা পথে নেমেছে। তাই প্রশাসন বিষয়টির ওপর নজর দেবে, মেলা বন্ধ করবে। তা নাহলে ব্যবসায়ীরা আগামীতে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী মনির হোসেন, মাহবুবুল আলম কাজল, গোলাম মোস্তফা ও মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ । আগামী ১২ মে বাগেরহাট শহরের পৌর পার্কে বাণিজ্য মেলার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পৌর পার্কে স্টল নির্মাণের কাজ চলছে।
কেকে/এএস