সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      
দেশজুড়ে
কাপাসিয়ায় বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক
শরিফ সিকদার, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ২:৪৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফসলের মাঠজুড়ে কৃষকের ফলানো ধানের ছড়াছড়ি। দিগন্তজোড়া মাঠ সেজেছে সোনালি-হলুদ ধানের রঙে। ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক কৃষাণীরা। ধান কেটে ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন তারা। এ যেন এক অন্যরকম আনন্দ উৎসবে।

জমিতে ধান কাটায় ব্যস্ত কৃষক। জমি থেকে গরু মহিষের গাড়ি দিয়ে বাড়িতে আনছেন। ধান মাড়াইয়ের পর কৃষাণী রোদে ধান শোকাচ্ছেন। রাত জেগে ধান সিদ্ধ করছেন। দিনে আবার সিদ্ধ ধান রোদে শোকাচ্ছেন। যেন দম ফেলার সময় নেই কৃষক-কৃষাণীর।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, বোরোধান  আবাদের লক্ষ্যমাত্রা ১৩৯৪৫ হেক্টর আবাদ হয়েছে  ১৩৯৫০ হেক্টর এর থেকে  বোরোধান কর্তন হয়েছে ৩০% পাকা আছে ২৭% দানা আছে  ৪০% দুধ আছে ৩%  এবার আবহাওয়া অনুকূলে থাকায়  বোরোধান আবাদ ভালো হয়েছে। আমাদের কিছু ইউনিয়ন এ কম্বাইন্ড হারভেস্টার  মেশিন  দ্বারা বোরোধান কর্তন হচ্ছে।

অনুকূল আবহাওয়া, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের তদারকির কারণে চলতি বোরে মৌসুমে এবারে কাপাসিয়া উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে চারদিকে বোরো ধান কাটা শুরু হয়েছে। মাঠে মাঠে সোনার ধান দেখে হাসি ফুটছে কৃষকের মুখে। দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন কৃষকরা। সকালে কাঁচি হাতে বের হয়ে ধান কাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন কৃষক। কাটা ধান জমিতেই মেশিন দিয়ে মাড়াই করছেন। মনের আনন্দে কৃষাণী সেই ধান ঘরে তুলছেন। এবার বোরে ধানের ফলনের রেকর্ড ছাড়াবে বলে আশা করেন স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা।

উপজেলার টোক ইউনিয়নের কৃষক হাফিজ উদ্দিন হিরণ বলেন এইবার বোরো ধানের বাম্পার ফলনে তারা বেজায় খুশি। চাঁদপুর ইউনিয়নের কৃষক শামসুদ্দিন বলেন,বোরো ধানের বাম্পার ফলনে আমরা খুব খুশি। দিনাজপুর থেকে ধান কাটার শ্রমিক মান্নান, বারিক বলেন, আমরা বোরো ধান কাটা শুরু করছি। রোজ ৯শ থেকে ১১ শ টাকা দরে ধান কাটতাছি। চুক্তিতে বিঘাপ্রতি ৬ হাজার থেকে ৬ হাজার ৫শ টাকা দুবেলা খাবারে ধান কাটছি।

কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার বসাক বলেন, উপজেলায় পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কারণ সময়মতো সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ, মাঠ পর্যায়ে তদারকি, কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত
চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
ফ্যাসিস্ট নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী
হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর
বিশ্ব ব্যর্থতা দিবস আজ

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close