প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১১:১৬ পিএম

থানচি থানা ইনসেটে চিংমা খেয়াং। ছবি : প্রতিনিধি
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের একটি গহীন জঙ্গল থেকে চিংমা খেয়াং (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে তিন্দু ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মংখ্যং পাড়া সংলগ্ন পাহাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিংমা খেয়াং একই এলাকার বাসিন্দা সুমন খেয়াংয়ের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয়দের সুত্রে জানা যায়, চিংমা খেয়াং সকালে জুম চাষের জন্য পাহাড়ে যান, কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায় এবং তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়।
স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, চিংমা খেয়াংকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন, চোখ উপড়ে ফেলা এবং রক্তাক্ত অবস্থায় পাওয়া যাওয়ার কারণে তাদের এই আশঙ্কা আরো বেড়ে যায়।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং নেটওয়ার্কবিহীন এলাকা, খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তাদের নিয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি।
বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) আবদুল করিম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে থানচি থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মহিলা পুলিশসহ থানার একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন, ঘটনাস্থলটি থানা থেকে দূরে এবং দুর্গম। মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।
কেকে/ এমএস