সোনাগাজীতে ফ্যাসিস্টদের দোসর ভূমিদস্যু ও জবর দখলকারী মো. জসিম উদ্দিন গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (৪ মে) বিকালে সোনাগাজী পৌর শহরের একটি অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ড এর ভুক্তভোগী পরিবারের পক্ষে মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আওয়ামী ফ্যাসিস্টের দোসর ভূমিদস্যু দখলবাজ জসিম উদ্দিন গং আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মনগড়া গল্প কাহিনী অপপ্রচারে লিপ্ত হয়। এ মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই।
আপনাদের মধ্যে অনেকেই বিষয়টা নিয়ে অবগত আছেন। আমাদের পূর্ব পুরুষের মালিকীয় জায়গা ২০২০ সালের করোনার মহামারিতে লকডাউন থাকা অবস্থায় অবৈধভাবে পুকুর ও বাড়ি ভরাট শুরু করে এবং ২০২২ সালে দোকানঘর নির্মাণ শুরু করলে আমরা বাধা প্রদান করি। আওয়ামী ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা আমাদের হুমকিধমকি দিয়ে মারধর করে। পরে অস্ত্রধারী সন্ত্রাসীদের সহযোগিতায় মার্কেট দখল করে।
আমাদের পূর্ব পুরুষের মালিকীয় জায়গার কাগজপত্র অনুযায়ী আমরা পাট্রা মূলে ১৯৩৩ সালে, সি.এস, দিয়ারা, বর্তমান বি.এস, জমাখারিজ, ও খাজনা দাখিলাসহ প্রয়োজনীয় কাগজ আপনাদের সামনে উপস্থাপন করছি।
গত ৯ এপ্রিল আমাদের মালিকানাধীন জায়গা দোকান ভাড়ার জন্য গেলে জসিমসহ তার কিছু লোকবল নিয়ে আমার চাচা আলাউদ্দিনকে প্রাণনাশের হুমকি দেয়। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় অভিযোগ করে জিডি করি। উভয় পক্ষ গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে দুবার বসলেও জসিম গং কোনো কাগজপত্র দেখাতে পারে নাই এবং সমাধানে আসে নাই। পরবর্তীতে মালিকীয় জায়গা সামনে গেলে ভাড়াটিয়া মহিলা দিয়ে নারী নির্যাতন মামলা দেবে বলে হুমকিধমকি দেয়।
আমরা বাংলাদেশ আইনি মোতাবেক জায়গার মালিক থাকায় অবস্থায় ও আমরা অসহায় জীবনযাপন করতেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বংশীয় মর্যাদায় আলেম ওলামা মাদ্রাসার শিক্ষক ইমাম পেশাদার থাকার কারণে আমরা নারী কেলেংকারীর ভয়ভীতির কারণে আমাদের জায়গাতে যাইতে পারতেছি না। আপনাদের সহযোগিতায় জসিম গংদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকে আপনাদের মাধ্যমে সমাধান করুন। সত্যের পক্ষে আপনাদের সহযোগিতা কামনা করি।
অবৈধ জবর দখলদার জসিম গংয়ের বিরুদ্ধে আমাদের জায়গার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিদ্যুৎ অফিসের ডিজিএম বরাবর মূল মালিকের নামে পল্লী বিদ্যুৎ মিটার হস্তান্তর করা জন্য আবেদ করি। এবং পৌরসভার কর্তৃকপক্ষ ও বাজার বণিক সমিতিকে আমরা কাগজপত্র নিয়ে অভিযোগ প্রদান করি।
অতএব, আমাদের মালিকীয় জায়গা জবর দখল থেকে মুক্ত করতে পারি সে জন্য আপনাদের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকের মাধ্যমে আইনগত সহযোগিতা কামনা করি।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাহমুদুল হাসান, এনায়েত উল্লাহ, মাঈন উদ্দিন, আরাফাত হোসেন।
কেকে/এএস