বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
সাদা মনের সফল মানুষ বাঞ্ছারামপুরের প্যানেল চেয়ারম্যান রফিকুল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৬:১৬ পিএম
প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম। ছবি : প্রতিনিধি

প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম। ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের রফিকুল ইসলাম একজন সফল সমাজ সেবক। তিনি ১৯৭৮ সালে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের সরকার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার মো. বাচ্চু মিয়া একজন আনসার ভিডিপির সদস্য ও মা গৃহিণী।

রফিকুল ইসলাম রফিক ১৯৯৮ সালে এসএসসি পাস করেন। ছোট সময় থেকেই এলাকার নানান উন্নয়ন কাজে অংশ গ্রহণের মাধ্যমে সমাজ সেবা শুরু করেন। রফিকুল ইসলাম সব সময় এলাকার জনগণের ভালো-মন্দ খোঁজ-খবর রাখেন। তিনি মনে করেন, এলাকার মানুষ ভালো থাকলেই তিনি ভালো থাকেন। তার এই সামাজিক জনবান্ধব কর্মকান্ডের সুবাধে ২০১১ সালে স্থানীয় সরকার নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন। তারপর থেকে রফিকুল ইসলামকে আর পিছনে তাকাতে হয়নি। বিগত সময়ে তিনি ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক মেম্বার ছিলেন।

গত ২০২২ সালে স্থানীয় সরকার নির্বাচনে শত প্রতিকূলতার মাঝেও দ্বিতীয় বার ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন। তার জনপ্রিয়তা এত বেশি যে এই পর্যন্ত যতবার তিনি নির্বাচন করেছেন ততবারই জনগণ তাকে ভোটের মাধ্যমে জয়ী করেছেন। তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে আজ বাঞ্ছারামপুরের ১৩ ইউনিয়নের মধ্যে ১৭ টি গ্রাম নিয়ে গঠিত সবচেয়ে বড় ইউনিয়ন, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এলাকার রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে যত উন্নয়ন মূলক কাজ আছে তা করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।

রফিকুল ইসলাম রফিক মেম্বার এলাকাবাসীর সহযোগিতায় ছলিমাবাদ সাহেবনগর কবরস্থানের ব্যাপক উন্নয়ন করেন। প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যায়ে একটি দৃষ্টিনন্দন কবরস্থান করে এলাকার মানুষের আস্থা অর্জন করেন। এলাকাবাসী তার এই কর্মকান্ডে অতন্ত্য খুশি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর চিন্তা চেতনা সব সময় জনগণের কল্যাণে। তিনি চিন্তা করেন যে, ছলিমাবাদ ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন। এলাকার শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠানেও বিশেষ খেয়াল রাখেন।

বর্তমান যুব সমাজ মাদকাসক্তির কারণে ধ্বংসের পথে। সেই মাদকের কড়াল ঘ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য বিভিন্ন সেমিনার ও কর্মশালার মাধ্যমে সচেতন করে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম। যুব সমাজকে সঠিক পথে আগলে রাখার জন্য খেলাধুলার পাশাপাশি সবুজ বনায়ন কর্মসূচিতে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজকে সঠিক ও আদর্শ যুব সমাজে পরিণত করবেন।

রফিকুল ইসলাম একজন সাদা মনের মানুষ। তিনি প্রতিটি মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও মাদ্রাসার কাজ হাতে নিয়েছেন। তার প্রচেষ্টায় ছলিমাবাদ ইউনিয়নের সার্বিক উন্নতি হবে বলে এলাকাবাসী মনে করেন। তিনি চিন্তা করেন যে, দায়িত্ব যতদিন আছে ততদিন তিনি ছলিমাবাদবাসীকে সর্বোচ্চ সেবাটুকু দিয়ে যাবেন।
তিনি সকলের কাছে, অগ্রাধিকার ভিত্তিতে  মাদক নির্মূলে সকলের সহযোগিতা চেয়েছেন।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close