সলঙ্গায় কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
মতিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ১:৪৬ পিএম

ছবি: খোলা কাগজ
সিরাজগঞ্জের সলঙ্গায় দাদপুর জিআর ডিগ্রি কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকালে সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রি কলেজ হল রুমে এ সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। তারা প্রথম কলেজের নাইটগার্ড রোস্তম আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি কক্ষ ও কম্পিউটার ভাঙচুর করে।
পরে ৪টি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তমূলক এ ধরনের কাজের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান তিনি।
এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস