প্রথমবারের মতো চিত্রনাট্য রচনায় নাম লিখিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ান। তার লেখা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে রোমান্টিক নাটক ‘ক্যাফেতে ভালোবাসা’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি।
নাটকটি নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজীব। রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, একটি ক্যাফেতে টেবিল রিজার্ভেশন নিয়ে ঝগড়ার মধ্য দিয়ে আবির ও নীলার পরিচয়— সেখান থেকে গড়ে ওঠে এক হৃদয়ছোঁয়া প্রেম কাহিনি। তবে গল্পের মোড় ঘুরে যায় নাটকীয় এক বাঁকে।
গল্প প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজীব জানান, শফিক রিয়ানের প্রথম গল্পে নাটক নির্মাণ করছি। এটা একরকম আনন্দের। নাটকের স্ক্রিপ্ট লিখেন না তিনি। অনেকটা জোরাজুরি করেই স্ক্রিপ্ট নিয়েছি। গল্পটা আমার বেশ দারুণ লেগেছে, আশাবাদী দর্শকদেরও ভালো লাগবে।
নাটক প্রসঙ্গে লেখক শফিক রিয়ান বলেন, ক্যাফেতে ভালোবাসা আমার প্রথম চিত্রনাট্য। সব প্রথমেই কিছু উন্মাদনা কাজ করে। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। যেহেতু প্রথম কাজ, চেষ্টা করেছি এমন কিছু করবার, যেন দর্শক সেটা দীর্ঘ দিন মনে রাখেন।
অভিনেতা পার্থ শেখ বলেন, শফিক রিয়ানের সাথে এটা আমার প্রথম কাজ। উনিও নাটকের জন্য প্রথম গল্প লিখেছেন। নাটকটার গল্প, প্লট আমার কাছে দারুণ লেগেছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে নাটকটি।
নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন ইমাদ ইমরান এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন আফরান আহমেদ শান্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শামীম মোল্লা, আনোয়ার শাহ, মৌশিখা, মারিয়া তাবাসসুম, অপর্ণা অর্না প্রমুখ।
কেকে/এএম