অসময়ে ধান উৎপাদনে উৎসাহিত করতে সোনাগাজী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উপশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা সার এবং বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মজির উদ্দিন চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আজিজ উল্যাহ, প্রতাপ নাথ, মাহমুদ আলম টিপু, আশ্রাফ হোসেন পাটোয়ারী, আবদুর রহিম, মোতাহের হোসেন, আজমির হোসেন, মেহেদী হাসান, নাঈমুল ইসলাম, আরিফুল ইসলাম, নাজনিন সুলতানা, মো. হানিফ, নিপা রাণী ভৌমিক প্রমুখ ।
উপজেলা কৃষি অফিসার জানান, এবারে আউশ প্রণোদনায় সোনাগাজী উপজেলার ২ হাজার ১ শ ৭০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে উন্নত জাতের ব্রি ধান ৪৮, বীণা ১৯ ও ২১ জাতের ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
আউশ ধান মূলত বোরো ধান কাটার পর এবং আমন ধান রোপণের পর মাঝখানের সময়টাতে চাষ করা হয়। এই সময়টা কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় তাই সরকার আউশ প্রণোদনা দিয়ে আসছে।
কেকে/এজে