সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      
রাজনীতি
ইসকনের উগ্রবাদী কার্যক্রম বন্ধ করতে হবে: খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সম্প্রতি চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক যৌথবাহিনীর ওপর হামলা এবং বেশ কয়েকজন সেনা ও পুলিশ সদস্যকে আহতের ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইসকনের উগ্রবাদী কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক সভায় খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নানা অপচেষ্টায় লিপ্ত। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক উগ্র-হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সম্প্রতি চট্টগ্রামে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ ও যৌথবাহিনীর ওপর হামলার ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। সেনা-পুলিশ সদস্যদের ওপর এসিড দিয়ে হামলা চরম ঔদ্ধত্যের শামিল। 

এর আগে চট্টগামে স্বাধীনতা স্তম্ভে স্থাপিত জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া পতাকা টাঙিয়ে আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। ইসকনের এহেন কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা যায় না। এই সংগঠন এদেশের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। তারা বিদেশি এজেন্ট হিসেবে নানামুখী অপকর্মে লিপ্ত। তাই উগ্রবাদী ইসকনের অঢেল অর্থের উৎস খুঁজে বের করতে হবে এবং অবিলম্বে তাদের উগ্রবাদী কার্যক্রম বন্ধ করতে হবে। সকল সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল অপতৎপরতা রুখে দিতে হবে।

গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব- এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক- এ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ সালাহউদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আলহাজ্ব আবু সালেহীন, ডা. রিফাত হোসেন মালিক, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, তাওহীদুল ইসলাম তুহিন, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, মো. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. ফয়জুল ইসলাম, এ্যাডভোকেট শাইখুল ইসলাম, মাওলানা রুহুল আমিন সাদী, আলহাজ্ব আমিনুর রহমান ফিরোজ, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন, মো. আবুল হোসেন, মাওলানা মুহাম্মদ আজীজুল হক প্রমুখ।

কেকে/ এমআই
আরও সংবাদ   বিষয়:  খেলাফত মজলিস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
ফ্যাসিস্ট নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী
হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close