বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
মানিকগঞ্জে বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানবন্ধন
মো. সিরাজুল ইসলাম শিরু, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:২৭ পিএম আপডেট: ২২.০৩.২০২৫ ৭:৪৮ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয় ধলেশ্বরী নদীর পূর্ব পাশ থেকে স্থানান্তর করে পশ্চিম পাশে না নেওয়ার প্রতিবাদে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী, রাজনীতিবীদ ও এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করে।

প্রতিবাদ সভায় মুয়াজ্জেম হোসেলা তোলা মাষ্ঠারের সভাপতিত্বে বক্তব্য রাখেন—সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, ১নং যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জজামান, যুবদলের সদস্যসচিব মো. ফরিদ বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান স্বিপন, বিদ্যালয়ের জমিদাতা মিজানুর রহমান, আব্দুল মজিদসহ আরো অনেকেই।

বক্তারা বলেন, উপজেলার বরাইদ ইউনিয়নটি ধলেশ্বরী নদী দ্বারা শাষিত। এখানকার বেশির এলাকা চরাঞ্চল। বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামে আশপাশে কোনো বিদ্যালয় নেই। সেই আলোকে ২০১৫ সালে সর্বস্তরের জনসাধারণের কথা চিন্তা করে ছনকা গ্রামে ছনকা উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের শত শত দরিদ্র শিক্ষার্থীরা সুবিদা পেতে শুরু  করে। পরবর্তীতে বিদ্যলয়টি ২০২২ সালে এমপিওভুক্ত হয়। কিন্তু মো. শাজাহান এবং আব্দুল ছালাম মিলে এলাকার মানুষের সাথে কথা কাটাকাটির একপর্যায় বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নেওয়ার পায়তারা করে। বিদ্যালয়টি বর্তমান স্থানে থাকলে বরাইদ ইউয়িনের ৫টি ওয়ার্ডের মানুষ সুবিধা পাচ্ছে। আর পশ্চিম পাশে নিয়ে মাত্র ১টি ওয়ার্ডের আংশিক লোক সুবিধা পাবে।

বক্তারা আরো বলেন, কতিপয় স্বার্থান্বেশী মহল, নদীর পশ্চিম পাশে বিদ্যালয় স্থানান্তর করার জন্য জমি ক্রয় করে এবং নতুন একাডেমিক ভবন তৈরি করার জন্য পায়তারা করছে। আজ প্রাথমিক প্রতিবাদ সভা ও মানববন্ধন হলো। রোববার (২৩ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও মানিকগঞ্জ জেলা প্রশাসক বরারব স্মারক লিপি প্রদান করা হবে। এরপর স্থানান্তর কাজ বন্ধ না হলে কঠিন আন্দোলন করা হবে।

প্রতিবাদ সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্দনে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী, রাজনীতিবীদ ও এলাকাবাসী মিলে সহস্রাধিক লোক অংশ গ্রহণ করে।

এতে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন বলেন, বিদ্যালয় নদী ভাঙ্গন স্বীকার হলে স্থানান্তর করার বিধান রয়েছে। কিন্তু আওয়ামী লীগের দোসররা বরাইদ ইউনিয়নের ৫টি ওয়ার্ডের মানুষের শিক্ষা ব্যবস্থাকে নাজুক করতে স্থানান্তরের পায়তারা করতেছে।
 
বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার বলেন, বিদ্যালয়টি যেখানে নিতে চাচ্ছে তার নিকটেই একটি বাজার আছে। সেখানে গেলে আমাদের বখাটেদের খপ্পরে পড়তে হবে। তা ছাড়া নদী পারাপার হতে হবে। নদী পারাপারে আমাদের ৩০ থেকে ৪০ মিনিট বেশি সময় লাগবে। তাই আমরা চাই বিদ্যালয়টি এখানেই থাকুক।
 
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়টি স্থানান্তর যাতে হয়, এজন্য মানিকগঞ্জ সহকারী জজ আদালতে ২৩ ফেব্রুয়ারিতে একটি মামলা করা হয়েছে। যার মামলা নং ২১/২০২৫। মামলা থাকার পরেও চক্তটি বিদ্যালয় স্থানান্তর করার জন্য ওঠে পড়ে লেগেছে।
 
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেনের মোবাইলে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাউদ জামান বলেন, বিদ্যালয়ের পক্ষে একটি পক্ষ নদী ভাঙনের স্বীকার হওয়ার আশঙ্কা আছে এমন একটি চিঠি দেয় কয়েক বছর আগে। তখনকার কমিটিসহ বিভিন্ন টিম তার সত্যতা পায়। বিদ্যালয়টি স্থানান্তর করার জন্য নতুন একটি জমি দেখায়। পরে ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তর করার জন্য মন্ত্রণালয় ও ডিজি অফিস থেকে চিঠিও আসে। পরে শুনলাম ছনকা গ্রামের বেশির ভাগ লোক চাচ্ছে বিদ্যলয়টি বর্তমান স্থানেই  থাকুক এবং এর জন্য একটি মামলা দায়ের করেছে। এখন আদালত এবং মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বিদ্যালয় কোথায় থাকবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close