ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আজকের রাশিফল: দেখে নিন কেমন যাবে আজকের দিন

অনলাইন ডেস্ক
🕐 ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০২৩

আজকের রাশিফল: দেখে নিন কেমন যাবে আজকের দিন

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সবাই আকৃষ্ট হবেন, প্রয়োজনের কাজও সময়ে শেষ হবে সহজেই।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়লেও তা সহজেই সামাল দেওয়া যাবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০। মন বিভ্রান্ত হয়ে থাকবে, অন্যের পরামর্শ উপেক্ষা করাই উচিত হবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকা উচিত, কাজ সময়ে শেষ করতে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, পরিস্থিতির রাশ থাকবে হাতের মুঠোয়।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। তাড়াহুড়োয় কোনও কাজই সম্পন্ন হয় না, নিজেকে শান্ত রাখতে হবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। দিন কাটবে ঝামেলার মধ্যে দিয়ে, দরকারে অন্যের সাহায্য যদিও মিলবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। অস্বস্তিজনক কোনও পরিস্থিতিতে পড়লে নিজের বক্তব্য স্পষ্ট করতে হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সম্পর্কে ভুল বোঝাবুঝি কমবে, স্বাস্থ্যের যত্ন নেওয়া এখন অতীব প্রয়োজনীয়।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। উপভোগ্যতা আর স্বাধীনতার মধ্যে থেকে একটিকে বেছে জীবনে এগোতে হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। নিজের ভুলের দিকে তাকানো উচিত, দরকারে সন্ধিতে প্রথম উদ্যোগ নিতে হবে।

 

 
Electronic Paper