হেমন্তিকা
সুব্রত চৌধুরী
🕐 ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

হেমন্তিকা কড়া নাড়ে
ফুলের ডালা হাতে,
শিশির ঝরে ছন্দ সুরে
টিনের চালে রাতে।
দীপাবলির আলোয় ভাসে
হেমন্তিকা রাতে,
আতশবাজির খেলায় খোকা
মনের খুশে মাতে।
ঢেঁকির তালে ছন্দে গালে
কিষাণ বধূর হাসি,
পাকা ধানে গোলা ভরে
সুখ যে রাশি রাশি।
গন্ধরাজে পাপড়ি মেলে
সুবাস ছড়ায় ভারি,
নবান্নেরই সুখের ছোঁয়ায়
দুঃখের সাথে আড়ি।
