ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলাদেশি তরুণ পেলেন দ্য ডায়ানা অ্যাওয়ার্ড

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

যুক্তরাজ্যের সাবেক প্রিন্সেস ডায়ানার স্মৃতিচারণে দেওয়া ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তরুণ মুহাম্মদ জহিরুল ইসলাম। দৈনন্দিন কাজের বাইরে গিয়ে সামাজিক পরিবর্তন এবং উন্নতিতে অসামান্য ভূমিকা রাখার কারণে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হন। জহিরুল চাঁদপুর সদর উপজেলা গোবেন্দিয়া গ্রামের সন্তান। তিনি চাঁদপুর আল আমিন একাডেমির শিক্ষার্থী ছিলেন।

প্রিন্সেস ডায়ানার স্মৃতিচারণে নির্মিত এ অ্যাওয়ার্ডটি তার পুত্রদ্বয় ‘দ্য ডিউক অব ক্যামব্রিজ’ এবং ‘দ্য ডিউক অব সাসেক্স’ এর সহযোগিতায় চ্যারিটি থেকে প্রদান করা হয়। মূলত পাঁচটি বিষয়ের ওপর লক্ষ রেখে এ অ্যাওয়ার্ড’র জন্য মনোয়ন দেওয়া হয়। সর্বমোট ১৩ জন বিচারক প্যানেলের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।

দেশের বিভিন্ন সমস্যা এবং সামাজিক অবক্ষয় দেখে বাংলাদেশের তরুণ যুবক মুহাম্মদ জহিরুল সিদ্ধান্ত নেন কিছু করার। সেই উদ্দেশ্যকে সফল করতে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ, বৈষম্য দূরীকরণ, আর্থসামাজিক অবস্থা পরিবর্তন এর লক্ষ্যে ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠিত করেন ‘ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশন’। বর্তমানে ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশনের একটি স্কুল রয়েছে যেখানে প্রায় ৬৭ জন দরিদ্র শিশু শিক্ষা পাচ্ছে। এছাড়া ৭ জেলায় প্রায় ২৩ হাজার ইগনাইট কর্মী সামাজিক উন্নয়নে কাজ করছে।

এসব কাজে ইগনাইটের রয়েছে ২৬ সদস্যের একটি বিশেষ টিম। ২০০০ হাজারের অধিক রক্ত প্রদানের পাশাপাশি করোনা প্রতিরোধে অনলাইন এ চিকিৎসাসেবা চালুর মাধ্যমে দেশের অবস্থা উন্নয়ন এ ভূমিকা রেখেছে সংস্থাটি।

ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশনে কাজ করার পাশাপাশি ম্হুাম্মদ জহিরুল ইসলাম ট্রেনিং, মোটিভেশনাল স্পিচের মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আসছেন। ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’ ছাড়া সামাজিক উন্নয়ন এ অসামান্য অবদান রাখার জন্য এর আগে আরও ৯টি পুরস্কার পেয়েছেন জহিরুল ইসলাম।

 
Electronic Paper