ওপারে আসলেই সুখ আছে : মাহি
অনলাইন ডেস্ক
🕐 ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সদ্যই ওমরাহ পালন শেষ করে দেশে ফিরেছেন। তবে দেশে ফিরেই আইনি জটিলতায় পড়েছিলেন। এদিকে মঙ্গলবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন তিনি।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সুখ যদি থাকে সাত সমুদ্রের ওপারে। তাহলে এই সাত সমুদ্র পাড়ি দেওয়া আমার জন্য এক পলকের ব্যাপার। ওপারে আসলেই সুখ আছে। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।
ইতোমধ্যে মাহির পোস্টটিতে ৬ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের। একজন লিখেছেন, আল্লাহ যেন সবপারেই আপনাকে ভালো রাখেন, এই দোয়া রইল। আরেক ভক্ত লেখেন, আল্লাহ তায়ালার রহমতে ছায়া থাকুক তোমার ওপর।
এ বিভাগের অন্যান্য সংবাদ
