ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১১ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুখু চরিত্রে হৃদ্যের অনবদ্য অভিনয়

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪

দুখু চরিত্রে হৃদ্যের অনবদ্য অভিনয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বিখ্যাত কবিতা ‘লিচু চোর’ কবিতার ওপর ভিত্তি করে বেসরকারি টিভি চ্যালেন এটিএন বাংলা নির্মাণ করেছে নাটক।

নাট্যরূপ ও পরিচালনায় ছিলেন মেরাজ আহমেদ। এই নাটকের প্রধান দুখু চরিত্রে অভিনয় করে সবার প্রশংসা কুড়াচ্ছেন হৃদ্য। তার পুরো নাম ফারজাদ নাওয়াল হৃদ্য ডাক নাম কুট্টুস, ইংরেজি মাধ্যমে আইবি কারিকুলামের ছাত্র হয়েও বাংলা নাটকের প্রতি তার প্রবল আগ্রহ। এই ছোট বয়সেই তার অভিনয় প্রতিভায় সবার দৃষ্টি কুড়াতে সক্ষম হয়েছে। হৃদ্যের অভিনয় শিল্পী হয়ে ওঠার নেপথ্যে তার মায়ের ইচ্ছা আর ভালোবাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হৃদ্য’র মা ফারজানা মালিক নিম্মী একজন স্বনামধন্য আবৃত্তি শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। পিতা মিজানুর রহমান ঢাকা পদাতিকের সভাপতি ও একজন পুরোদস্তুর সাংস্কৃতিক কর্মী।

 
Electronic Paper