বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, গত পনেরো ষোল বছর তো দেশের খুব খারাপ অবস্থা ছিল। এখানে তো আসলে কোনো পিপলস গভর্মেন্ট ছিল না। জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে মানুষ বাঁচল না মরল সেটাতে কোনো তোয়াক্কা করত না তারা। মানুষ কী খেল না খেল, মরল না বাঁচল তাতে তাদের কোনো খেয়াল ছিল না। তারা তো ভালো ছিল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলিফ জেনারেল হাসপাতালে আয়োজিত কিডনি সুরক্ষামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সোহেল আরো বলেন, বিগত সরকারের কাছে মানুষের কোনো প্রয়োজন ছিল না। তবে আশা করছি সামনে জনগণের প্রতিনিধিত্বে একটি ভালো এবং পরিচ্ছন্ন নির্বাচন হবে। জনগণ ভোট দিতে কখনো ভুল করে না। জনগণ সঠিক ভোটটি দেয়। কয়দিন আগে একটি অনুষ্ঠানে আমি বলেছি আমাদের দেশের মানুষ কখনো ভুল ভোট দেয় না।
প্রফেসর ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরও উপস্থি ছিলেন, ডা. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো. ফারুক আহম্মেদ, ডা. মো. এ.এফ.এম মশিউর রহমান, ডা. মো. রাশেদ আনোয়ার, ডা. মো. রেজাউল আলম।
কেকে/এএস