কাউনিয়ায় ধর্ম নিয়ে কটুক্তি করায় যুবক আটক
মো. মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর)
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৭ পিএম

কটুক্তিকারী অনন্ত রায়। ছবি: প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় শ্রী অনন্ত রায় (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
অনন্ত রায় এলাকার শ্রী মোংলুর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শ্রী অনন্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনডিপেনডেন্ট টেলিভিষন অনলাইন নিউজ পোর্টালে ‘সৌদিতে খালি জায়গা পড়ে আছে, সেখানেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে: নেতানিয়াহু’ প্রকাশিত পোষ্টের কমেন্টে ইসলাম সম্পর্কে কটুক্তি করে একটি অশালীন মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়ে।
এই কটুক্তির জেরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ উত্তেজনা দেখা দেয়। থানা পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত শ্রী অনন্ত রায়কে আটক করে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, কোন ধর্ম নিয়ে কটুক্তি কারোই কাম্য নয়। অভিযুক্ত যুবক শ্রী অনন্ত রায় পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস