সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঊনিশ মাইল নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরো ২ জন মারা যান।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০) (গাড়িচালক), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।
এছাড়াও চিকিৎসারত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিাকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে গুঞ্জন রয়েছে। তবে, পুলিশ মৃত্যু ও নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি খোলা কাগজকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সাথে সিলেটমুখি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়েছে।
কেকে/এএম