নওগাঁর পোরশায় বর্গাচাষিদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন পোরশা ইসলামপুরের ইমরান হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৫) ও পোরশা বাঁশবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাকিব (২৭)।
থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরেও পোরশার ইসি নং ১৩৩১ ওয়াক্ফ এস্টেটের সুহাতী মৌজায় ৪৫ বিঘা জমির বোরো ধান রোপন করেছিলেন ১৩ জন বর্গাচাষি। ধান পেকে যাওয়ায় বর্গাচাষিরা তাদের রোপণকৃত জমির ধান কাটতে শুরু করেন।
শুক্রবার (৯ মে) বিকালে বর্গাচাষিরা জমিতে ধান কাটছিলেন। এ সময় আটকৃত দুজনসহ প্রায় ১৫–২০জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বার্গাচাষিদের ওপর হামলা করে। হামলায় বর্গাচাষিদের মধ্যে ৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন রাসেল নামের বর্গাচাষি।
হামলার খবর পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করলে দুর্বুত্তদের মধ্যে সকলে পালিয়ে গেলেও আটক হন আব্দুর রহমান ও আব্দুর রাকিব। পরে আটকৃত দুজনকে পোরশা থানায় সোপর্দ করেন স্থানীয়রা।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী নজরুল ইসলাম শাহ্ বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছেন। আটকৃত দুজনকে জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে বলেও তিনি জানান।