গাজীপুরের কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে অবস্থিত কারখানার মূল ফটকের সামনে তারা এ বিক্ষোভ শুরু করেন।
কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খোলা কাগজকে জানান, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মূল ফটকের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একটি দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
শ্রমিকরা জানান, তাদের ৯ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—সকল শ্রমিকের বেতন প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। মেডিকেল ছুটি ডাক্তার দ্বারা পাশ করাতে হবে, কোনো অফিস কর্মকর্তা দ্বারা নয়। মেডিকেল ছুটি নিলেও হাজিরা বোনাস বজায় রাখতে হবে। কারখানার মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় সব ধরনের ওষুধ রাখতে হবে। নাইট বিলের ন্যূনতম হার ১৫০ টাকা নির্ধারণ করতে হবে। বাৎসরিক ছুটির টাকা জানুয়ারির মধ্যে প্রদান করতে হবে। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ছোট বাটন ফোন ব্যবহারের অনুমতি দিতে হবে। যারা চাকরি ছাড়বেন (রিজাইন), তাদের প্রাপ্য টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে। বিনা কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না; প্রয়োজনে বরখাস্তের সময় চলতি মাসের বেতনসহ অতিরিক্ত তিন মাস ১৩ দিনের বেতন ও রিজাইনের টাকা প্রদান করতে হবে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা অরোঙ্গ জেব খান বলেন, ‘গত মাসের বেতন ১৬ অক্টোবর দুপুর ১২টার মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য দাবিগুলো ধীরে ধীরে বিবেচনা করে বাস্তবায়ন করা হবে।’
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
কেকে/ এমএস