সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      
রাজনীতি
সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ মেনে নেবে না: ফখরুল
মাহফুজুল আলম খোকন
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম আপডেট: ০১.০২.২০২৫ ৮:৪৭ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম | ছবি: খোলা কাগজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম | ছবি: খোলা কাগজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করতে চাচ্ছেন, আমরা তাদের স্বাগত জানাই, তরুণদের থেকে নতুনত্ব আসবে, তবে সরকারে থেকে দল গঠন করলে এই দেশের মানুষ মেনে নেবে না।  

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা ১৩নং সেক্টরে পশ্চিম থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি আফাজ উদ্দিন আফাজ এর আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, কিছুদিন আগেও শেখ হাসিনা বলেছিল যে সে দেশ ছেড়ে পালায় না কিন্তু দেখেন দেশের মানুষের ক্ষোভ তাকে দেশ ছাড়া করেছে, আমাদের ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাকে দেশছাড়া করেছে। কিন্তু দুঃখের বিষয় শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসরা এখনো আমাদের মধ্যে বিরাজমান। সেদিকেও আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। 

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশ ছাড়া হয়ে দিল্লিতে গেলেও তার ষড়যন্ত্র থেকে রেহাই পাচ্ছে না বাংলার মানুষ, সেখানে বসে বসে বলছে তোমরা ঢুকে পড়ো আমি টুস করে ঢুকে পড়বো। ওনার এই টুস করার স্বভাব আর গেল না। আগে একবার বলেছিলেন পদ্মা সেতুর উদ্বোধনের সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুর ওপর থেকে টুস করে ফেলে দিবেন, এখন আবার তিনি টুস করে ঢুকে পড়ার বক্তব্য দিচ্ছেন। 

আলোচনা সভায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি আহমদ শফি, তেলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না। এ জন্য জনগণের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের দরকার ছিল না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস বাংলাদেশের মানুষ। তাই জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলে মন্তব্য করেছেন তিনি। 

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বলেন, শেখ হাসিনা পালায়নি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষের রোশানাল থেকে বাঁচতেই মূলত তাকে পালাতে হয়েছে। তিনি গত ১৭ বছরে যে পরিমাণ গুম খুন জুলুম নির্যাতন করেছে, ভোটের নামে মানুষের সাথে যেই প্রতারণা করেছে, বাংলার মানুষ যখন তার জবাব চাইতে গেছে, বিচারের ভয়ে তিনি দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেনসহ মহানগর ও ঢাকার ১৮ আসনের সকল থানার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় প্রধান অতিথির বক্তব্য শেষে তিন হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  ফখরুল   দল গঠন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত
চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
ফ্যাসিস্ট নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী
হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর
বিশ্ব ব্যর্থতা দিবস আজ

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close