বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
দিনাজপুরে বাস মালিকদের ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:২৭ পিএম আপডেট: ২১.১২.২০২৪ ৭:৪৬ পিএম
বাস মালিক সমিতির দুই পক্ষের দ্বন্দ্বে তিন দিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর, ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল।

বাস মালিক সমিতির দুই পক্ষের দ্বন্দ্বে তিন দিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর, ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল।

দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর এবং ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর বাস মালিক পক্ষ এবং পার্বতীপুর বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের কারণে তিন দিন ধরে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে অর্ধশতাধিক শ্রমিকও বেকার হয়ে পড়েছেন।

উপজেলার পার্বতীপুর বাস স্ট্যান্ডে সরেজমিনে দেখা যায়, বাসের পরিবর্তে অটোরিকশা চালু হয়েছে, যাত্রীদের অটোতে চেপে পার্বতীপুর-সৈয়দপুর অভিমুখে যেতে হচ্ছে। এতে যাতায়াতে যেমন সময় বেশি লাগছে, তেমনি ভাড়া এবং ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ফুলবাড়ী থেকে রংপুর রুটেও কোনো বাস চলাচল না করায়, চিকিৎসা সহ অন্যান্য কাজে রংপুরগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।

এক যাত্রী শারমিন আক্তার জানান, তিনি ডাক্তার দেখাতে রংপুর যাচ্ছিলেন, কিন্তু বাস বন্ধ থাকায় অটোতে যাওয়ার জন্য অনেক সময় লাগবে, এবং রাত হলে আবার অটো পাওয়া যাবে কিনা, তা নিয়ে উদ্বেগ রয়েছে। অন্য এক যাত্রী আফজাল মিয়া জানান, দেশে হরতাল নেই, তবুও বাস বন্ধ থাকায় তারা হতাশ।

ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাষ্টার সাজেদুর রহমান বলেন, পার্বতীপুর বাস মালিক সমিতির সাথে দিনাজপুর মালিক পক্ষের দ্বন্ধের কারণে গত ১৮ তারিখ থেকে ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হচ্ছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি আলহাজ্ব মহসিন আলী সরকার জানান, পার্বতীপুর বাস মালিক সমিতি ফুলবাড়ী-রংপুর রুটে চলাচলরত ১১টি বাসের মধ্যে তাদের ১০টি বাস চালুর দাবিতে ধর্মঘট করছে।

পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান জানান, তারা দাবি করছেন, ফুলবাড়ী-রংপুর রুটে তাদের ১০টি বাস চলতে দিতে হবে, কারণ ওই রুটের অধিকাংশ পথ তাদের এলাকা দিয়ে চলে।

দিনাজপুর বাস মালিক পক্ষের সভাপতি ভবানি শংকর আগারওয়ালা জানান, বিষয়টি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অবগত করা হয়েছে এবং আশা করা যাচ্ছে দু-এক দিনের মধ্যে সমাধান হবে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বাস বন্ধের বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে এবং দুই পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   বাস মালিক সমিতি   ধর্মঘট   ভোগান্তি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close