বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
দেশজুড়ে
আমন ধান কাটায় ধীরগতি, বাজারে দরপতনে দুশ্চিন্তায় কৃষকরা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চলতি মৌসুমে রাজশাহীতে আমন ধান কাটা এখনো পূর্ণদমে শেষ হয়নি। মৌসুম এখন মধ্য পর্যায়ে, পুরোপুরি শেষ হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। এখনো প্রায় ৪০ শতাংশ জমির ধান কাটেনি কৃষকরা। এমন পরিস্থিতিতে ধানের দাম ক্রমাগত কমতে থাকায় তারা গভীর দুশ্চিন্তায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি মণ ১,৪৪০ টাকা নির্ধারণ করলেও রাজশাহীর তালন্দ, কালীগঞ্জ, চৌবাড়িয়া, কলমা ও বিল্লি হাটে কৃষকেরা জানাচ্ছেন বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ১,১০০ থেকে ১,১৫০ টাকায়। যা সরকার ঘোষিত দামের তুলনায় অনেক কম।

রাজশাহী কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ মৌসুমে জেলায় ৮৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন। গত বছর চাষ হয়েছিল ৮৪ হাজার ১০৫ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৩২৩ মেট্রিক টন।

তানোর উপজেলার দরিয়া গ্রামের কৃষক আবু বকর সিদ্দিক বলেন, এখনো অনেক জমির ধান কাটা বাকি। শ্রমিক ও সারের দাম অনেক বেড়েছে। কিন্তু বাজারে ধানের দাম শুনলেই বুক ভেঙে যায়। মণ প্রতি ১,১০০ টাকায় ধান বিক্রি করলে লোকসান ছাড়া কিছুই থাকে না। তবে খড়ের ভালো দাম থাকায় কিছুটা খরচ ওঠে আসছে বলে জানান তিনি।

মোহনপুর উপজেলার কৃষক আব্বাস উদ্দিন অভিযোগ করে বলেন, সরকার ঘোষিত দরে ধান কিনে খুব অল্প পরিমাণে। অনেক সময় ক্রয়কেন্দ্রে আমাদের মতো সাধারণ কৃষকের ধান নেয় না। আর বাজারে ফড়িয়ারা কম দামে ধান কিনে নিচ্ছে। যদি দাম আরও কমে, তাহলে বড় বিপদে পড়ব।

নারী কৃষক সারমিন খাতুনের আশঙ্কা, শ্রমিকের মজুরি বেড়েছে, উৎপাদন খরচ বেড়েছে। এর মধ্যে আবার ধান কাটাও পুরো শেষ হয়নি। বাজারে দাম আরও কমতে পারে এই ভাবনায় দিনরাত দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।

ধান ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়লেও তারা নগদ টাকার অভাবে বেশি দামে ধান কিনতে পারছেন না। মিল মালিকরাও ক্রয় কমিয়ে দিয়েছেন।
কামারগাঁ বাজারের ধান ব্যবসায়ী মতিউর রহমান মতি বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন কঠিন হয়ে গেছে। মিলগুলোও ধান কম কিনছে। তাই আমরা বেশি দামে ধান কেনার অবস্থায় নেই।

আরেক ব্যবসায়ী রাব্বানী বলেন, ধান কাটার মৌসুম চলছে, সরবরাহ বাড়ছে। কিন্তু নগদ টাকা সংকটের কারণে দাম বাড়ানো সম্ভব হচ্ছে না।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন বলেন, এখনো জেলার প্রায় অর্ধেক ধান কাটা–মাড়াই বাকি। সরবরাহ বাড়ার কারণে বাজারে প্রভাব পড়ছে। আমরা মাঠপর্যায়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

তিনি আরও জানান, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে এবং সরকারি ক্রয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষকরা যাতে সহজে ক্রয়কেন্দ্রে ধান দিতে পারেন, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close