সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটির বাটাংয়ের খাল এলাকায় বনবিভাগের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
২৫ নভেম্বর রাতে সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের অভিযোগে ৪ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে মাছ, কাঁকড়া ধরার দুইটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে বনবিভাগের সদস্যরা।
রেঞ্জ কর্তৃপক্ষ জানায়, বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বনজ সম্পদ রক্ষায় অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত জেলেরা হলো শ্যামনগর গাবুরার পাশ্বেমারী এলাকার মো. আজিজুল গাজী (৫০), মো. আবুল কালাম (৪০), মো. মহসিন গাজী (৮২), সিরাজুল ইসলাম গাজী (৫৫)।
বনবিভাগের কর্মকর্তারা আরও জানান, সুন্দরবনের সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালিত হবে।
কেকে/লআ