‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদ হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালন করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সকালে উপজেলা প্রাণিসম্পদ হতে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড মাঠে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও অন্যান্য অতিথিবৃন্দ।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আজিদা বেগম।
প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার (এলডিডিপি) প্রকল্প জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর, কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারীরর ডিজিএম মোসাদেকুর রহমান, ডেইরী এসোসিয়েশনের সভাপতি বাবুল মিয়া, খামারি ও সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক, খামারি শামী মিয়া ও নারী উদ্যেগতা গীতা রানী প্রমুখ।
মেলায় বিভিন্ন গৃহপালিত পশু-পাখি, গবাদী পশু খামারিদের অংশগ্রহণে ৩০ টি স্টল স্থান পায়। পুরুস্কার বিতরন অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মেলায় প্রদর্শনীতে অংশগ্রহনে বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।
কেকে/ এমএস