আজ মঙ্গলবার, ২৫ নভেম্বর-২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১.বিশ্বব্যাংকের প্রতিবেদন
অপ্রত্যাশিত বিপর্যয়ে দেশে ফের দারিদ্র্যে পড়তে পারে ৬ কোটি মানুষ
বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বা ৬ কোটি ২০ লাখ মানুষ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যেকোনো অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে পড়ে আবারও দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্বব্যাংকের প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন-২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২২ এই সময়ে বাংলাদেশ ব্যাপকভাবে দারিদ্র্য হ্রাস করেছে। তখন ২ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্য থেকে এবং আরও ৯০ লাখ মানুষ অতি দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। তাদের জীবনমানের উন্নতি হয়েছে। বিদ্যুৎ, শিক্ষা, পয়োনিষ্কাশনের মতো জরুরি সেবাগুলো পাওয়া সহজ হয়েছে। তবে ২০১৬ সাল থেকে দারিদ্র্য কমার গতি ধীর হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও কম অন্তর্ভুক্তিমূলক হচ্ছে।
২. শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস জামায়াতের
চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা নোটিসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মঙ্গলবার (২৫) নভেম্বর সন্ধ্যায় জামায়াতের ভেরিফায়েড পেজে নোটিসটি প্রকাশিত হয়।
এতে বলা হয়, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন- নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়; বরং যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনের যারা আছেন, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে প্রশাসনের সর্বস্তরে তীব্র নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়। এমনকি কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া আসে।
৩. ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা, এরপর নির্বাচনের দিকে যাব : ইসি সচিব
আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। ৫ তারিখের আগেই যে ভোটার তালিকা পাবো, সেই তালিকা অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার ‘রঙিন’ হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
৪. রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক: প্রতিবেদন
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র গোপন বৈঠকে বসেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস। আবুধাবিতে
সোমবার (২৪ নভেম্বর) শুরু হওয়া ওই বৈঠকে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল, ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধিদলের সদস্যদের থাকার কথা। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
বৈঠক সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা এবং আরও দুই ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ড্রিসকল। মঙ্গলবারও তাদের বৈঠক চলমান থাকার কথা ছিল।
৫. ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সামনে আসছে নতুন চ্যালেঞ্জ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। আজ আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৩০ নভেম্বর ঢাকায় পৌঁছাবে পাকিস্তানের কনিষ্ঠ দল। সেখান থেকে সরাসরি কক্সবাজারে যাবে তারা। কক্সবাজার একাডেমি মাঠেই ১ ও ২ ডিসেম্বর দুই দিনের অনুশীলন সেরে মাঠের লড়াইয়ে নামবে সফরকারীরা।
দুই দলের সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। ৪ ডিসেম্বর বিশ্রাম নিয়ে ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের তৃতীয় ম্যাচ ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
টানা তিন ম্যাচের পর ৮ ডিসেম্বর নির্ধারিত বিশ্রাম দিবস। এরপর ৯ ডিসেম্বর আবার অনুশীলনে ফিরবে পাকিস্তান দল। ১০ ডিসেম্বর চতুর্থ ম্যাচ, আর ১২ ডিসেম্বর পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি আয়োজিত হবে।
কেকে/ এমএস