আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আগামীতে ইনশাআল্লাহ, ধর্ম বা জাত-কুলের ভিত্তিতে নয় চাকুরি হবে যোগ্যতার ভিত্তিতে, সনাতন ধর্মাবলম্বীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী কামাল এসব কথা বলেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল এর মনোনয়নের দাবীতে বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সনাতন ধর্মাবলম্বীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল।
কাজী সালিমুল হক কামাল বলেন, ‘আপনারা জানেন, অতীতে যখন ক্ষমতায় ছিলাম তখন হিন্দু- মুসলিম আলাদা করে দেখিনি, আলাদা করে ভাবিনি। আমরা সবাই মিলেমিশে থেকেছি। কারণ, আমরা একই স্কুলে পড়ি, একই হাটে বাজার করি। সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আগামীতেও ইনশাআল্লাহ, ধর্ম বা জাত-কুলের ভিত্তিতে নয় চাকুরি হবে যোগ্যতার ভিত্তিতে। সুযোগ সুবিধাও পাবেন একই নিয়মে। যেখানে বিন্দু পরিমাণ বৈষম্য বা অবিচার করা হবে না।’
তিনি আরো বলেন, আপনারা সহযোগিতা করলে সবাই মিলে আমাদের নির্বাচিত এলাকাকে আমরা একটা উন্নত এলাকায় পরিণত করব। যেখানে হবে না ভূমি দখল, বাড়ি দখল, মন্দির ভাঙচুরের মত কোনো ঘৃণিত কাজ। আমাকে ভোট দিলে চাকরির জন্য কারো টাকা দিতে হবে না। হিন্দু-মুসলিম, নারী-পুরুষের কোন থাকবে না। বেকারদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করা হবে।
শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য প্রদান করেন শালিখা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মাগুরা সদর উপজেলার বিএনপি নেতা রমেশ মন্ডল, বরইচারা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অনুপ কুমার শিকদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা অরুপ সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি কাইজার হোসেন, শালিখা থানা যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানা, মহম্মাদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলোম বাচ্চু, মাগুরা ২ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির সনাতনী সম্প্রদায়ের নেতা-কর্মীবৃন্দ।
কেকে/বি