বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিউবো) সহকারী প্রকৌশলী হিসেবে ২০২১ সালে যোগদানকৃত প্রকৌশলীদের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিউবো ২০২১ ব্যাচ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম।
এ সময় তিনি বিউবো প্রকৌশলীদের উদ্ভাবনী ক্ষমতা ও পরিশ্রমের মাধ্যমে উন্নত, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিউবো ২০২১ ব্যাচ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে স্বাগত বক্তব্য প্রদান করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহবুব শাহরিয়ার প্রয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিউবোর সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিস, সদস্য (কোম্পানী অ্যাফেয়ার্স) প্রকৌশলী আ ন ম ওবায়দুল্লাহ, বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ, শুভানুধ্যায়ী এবং ২০২১ সালে যোগদান করা শতাধিক প্রকৌশলী। অনুষ্ঠানটির সমাপনী বক্তব্য দেন এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. আব্দুল আল আজমাইন।
পরবর্তীতে, শুক্রবার অনুষ্ঠিত হয় এসোসিয়েশনের সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা এবং র্যাফেল ড্রয়ের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনের মাধ্যমে দুই দিনব্যাপী অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
কেকে/ আরআই