নোয়াখালী হাতিয়ার আলোচিত অজ্ঞান পার্টির প্রধান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় এবং চুরিকৃত মালামালের মধ্যে ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজমল হুদা।
গ্রেফতার মো. শামীম (২৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড লামছি গ্রামের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ৭ টি মামলা রয়েছে।
প্রেস নোটে জানা যায়, হাতিয়ায় বেশ কয়েকটি জায়গায় স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউনিয়নের খাসের হাটের হাজী কামরুলের বাড়িতে স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এলে পুলিশ দ্রুত মামলা রেকর্ড করে এবং মূল অপরাধী শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। বেশ কয়েকটি জায়গায় অভিযান করে পুলিশ। সবশেষে বুড়িরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূল হোতা মো. শামীম চোর কে গ্রেফতার করে পুলিশ।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, গ্রেফতারের পর শামীম চোরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার বিরুদ্ধে পূর্বে আরও সাতটি মামলা তদন্তাধীন রয়েছে।
কেকে/লআ