বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ২৩.১১.২০২৫ ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার-৪ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে কসবা উপজেলায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে। কসবা-আখাউড়া সড়কটিতে বিভিন্ন প্লাকার্ড, ব্যানারসহ অংশগ্রহণকারীদের বিক্ষোভ করতে দেখা যায়। অবিলম্বে চাপিয়ে দেয়া মনোনয়ন পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত নেতাদের দাবি পুরো ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিককালে এটাই সবচেয়ে বড় গণসমাবেশ। মানববন্ধনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কসবা-আখাউড়া আসনে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

তারা বলেন, "বিএনপি'র দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতা কবীর আহমেদ ভূইয়াই মনোনয়নের যোগ্য ও সর্বস্তরের জনপ্রিয় নেতা। বিএনপি'র তৃণমূলের সমর্থন উপেক্ষা করে কোনরূপ মাঠ জরিপ না করে চাপিয়ে দেয়া প্রার্থী বিএনপির জন্য বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। এই অজনপ্রিয় সিদ্ধান্ত জনমতে বিরুপ প্রতিক্রিয়া হচ্ছে। নির্বাচনী ফলাফলে উক্ত মনোনয়ন আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে হঠাৎ গজিয়ে ওঠা সিন্ডিকেটের প্রস্তাবিত প্রার্থী বার্ধক্যপীড়িত “মুশফিকুর রহমানের বয়স ৯০ বছর” যিনি কসবা আখাউড়া ১৭ বছর ধরে অনুপস্থিত। তিনি হঠাৎ প্রার্থীরা এসেছেন। জনগণ দেখতে পাচ্ছে তাকে দু’জন  ধরে হাঁটাতে হয়। ভালোভাবে চোখ খুলে কথা বলতে পারছেন না। সভাস্থলে গিয়ে নিয়মিত ঘুমাচ্ছেন  এবং বক্তব্যকালে তিনি অসংলগ্ন কথাবার্তাও বলছেন।  এমন প্রার্থী দল ও জনগণের জন্য বিপদজনক। অথচ সিন্ডিকেটের কারসাজিতে তাকে কসবা আখাউড়ার জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, কসবায় ৫ আগস্টের পর একটিভ হওয়া ৬ জন রাজনৈতিক দুর্বৃত্ত নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখার জন্য মুশফিকুর রহমানকে সামনে নিয়ে এসেছে।

বক্তারা বিভিন্ন প্রমানাদি উপস্থাপন করে দাবি করেন, সিন্ডিকেটের ছয়জন অতীতে আওয়ামী লীগের শাসনামলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সিন্ডিকেট করে ব্যবসা-বাণিজ্য করেছে।

৫ আগস্টের পর এখনো তারা পুলিশি হয়রানি, মামলা-হুমকি, দখলবাজি এবং “চাঁদাবাজি ও ১০% কমিশনের” রাজনীতি পুনরুজ্জীবিত করতে মাঠে সক্রিয়।

নেতাকর্মীদের অভিযোগ—“ছয়জন মিলেই ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করেছে। সাধারণ মানুষ আতঙ্কিত। তারা  আগের ত্রাসের সময়ে আর ফিরতে চায় না।”

বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন— কসবা আখাউড়ার দুর্দিনের কান্ডারী ত্যাগী নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়নে পুনর্বিবেচনা না করলে কসবা-আখাউড়া জোনে আরও কঠোর, দীর্ঘমেয়াদি এবং অবরোধধর্মী কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন তৃণমূলের চাপ ও গণসমর্থনের একটি অসাধারণ বার্তা, যা কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি কসবা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা পৌরসভা বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি কর্মী শাখার সাধারণ সম্পাদক মো. আইয়ুম খান, বিএনপি কসবা পৌর শাখার সহ-সভাপতি মো. বশির চৌধুরী, যুবদল সভাপতি মাসুদুর রহমানএবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

কেকে/লআ
আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   মনোনয়ন   মানববন্ধন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close