কুষ্টিয়া সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে পিটিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিপ্লব দাস নামে এক কর্মকর্তা জানান, “আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত বারোটার পর ঘুমিয়ে পড়ি। এরপর আর কিছুই টের পাইনি। সকালে উঠে অফিসের কাজে ফিল্ডে চলে যাই। এরপর এক সহকর্মী ফোন করে জানায় অফিসের সাইনবোর্ডে আগুন দেয়া হয়েছে।”
রোববার (২৩ নভেম্বর) সকালে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখায় গিয়ে দেখা যায়—চারতলা ভবনের নিচতলায় অফিসটি। অল্প দূরেই রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি। অফিসের গ্রিলে টানানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ দেখা যায়। তবে বাড়ির মালিক বা ভাড়াটিয়াদের কেউই ঘটনা দেখেননি বলে জানান। পরে দুপুরের দিকে অফিসে কাউকে পাওয়া যায়নি, সাইনবোর্ডও খুঁজে পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশারফ হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোন আলামত পাওয়া যায়নি। শুধুমাত্র সাইনবোর্ডে পোড়া চিহৃ রয়েছে। কেউ কিছুই বলতে পারেনি। ধারণা করছি রাতে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়েছিল, সেই আগুনের আঁচ সাইনবোর্ডে লেগেছে।”
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রলও জব্দ করে পুলিশ।
কেকে/ আরআই