মাগুরা জেলার শালিখা উপজেলায় চার সহস্রাধিক মোটরসাইকেলে নিয়ে শোডাউন করেছে জামায়াতে ইসলামী। শোডাউনের নেতৃত্ব দেন মাগুরা-২ আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী এমবি বাকের।
শনিবার (২২ নভেম্বর) সকালে শালিখা উপজেলা সদর আড়পাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে শোডাউন শুরু হয়ে আড়পাড়া, সিংড়া, গঙ্গারামপুর, সিমাখালী, বিনোদপুর, বুনাগাতী, নহাটা, পুলুম বাজার প্রদক্ষিণ করে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় গিয়ে শেষ হয়।
এ সময় চার সহস্রাধিক মোটরসাইকেল আরোহী গায়ে দাঁড়িপাল্লা প্রতিক সম্বলিত গেঞ্জি, হাতে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা দাঁড়িপাল্লা প্রতীক ও জামায়াতে ইসলামীর লোগো সমৃদ্ধ পতাকা বহন করেন। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জিতে যাবার মার্কা দাঁড়িপাল্লা মার্কা, বিজয়ের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, বাকের ভাইয়ের মার্কা দাড়িপাল্লা মার্কা, তরুণ প্রজন্মের মার্কা দাঁড়িপাল্লা মার্কাসহ নানা স্লোগান দেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এই শোডাউনে জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাঈদ আহমদ বাচ্চু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ইব্রাহিম বিশ্বাস উপস্থিত ছিলেন।
কেকে/এমএ