চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকায় সেচ ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়ে হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
আইনজীবী মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রফেসর নাজমুল করিম, মিজান সরকার, কৃষি উপ-সহকারী রুবেল নাথ, সমিতির ব্যবস্থাপক মুহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।
সভায় গত বছরের কার্যক্রম মূল্যায়ন, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, সেচব্যবস্থার আধুনিকায়ন, পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং আগামী বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
কৃষিনির্ভর এ অঞ্চলে সঠিক পানি ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি ও কৃষকের লাভজনক চাষাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মো. মুজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সমন্বিত উদ্যোগ ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত হলে সেচব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পানি ব্যবহারে দক্ষতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনা গ্রহণের বিকল্প নেই। সমবায়ের সদস্যরা একসঙ্গে কাজ করলে এ অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।’
তিনি আরও বলেন, ‘সমিতির উদ্যোগগুলো বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’
এ সময় সেচখাল পুনঃখনন, পানি অপচয় রোধ, কৃষকের সচেতনতা বৃদ্ধি ও সমবায়ের কার্যক্রম আরও শক্তিশালী করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় দেড় হাজার সদস্যের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, এলজিইডির অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় পরিচালিত এ সমবায় সমিতি প্রতি বছর ব্যাপক আয়োজনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা আয়োজন করে থাকে।
কেকে/এমএ