মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মনির হোসেন ও বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্লাবের সিনিয়র যুগ্ন সম্পাদক আহাদ মিয়া, কোষাধ্যক্ষ রুহুল ইসলাম হৃদয়, দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কমলগঞ্জ প্রতিনিধি সাদিকুর রহমান শামু, রাজধানী টেলিভিশনের কমলগঞ্জ প্রতিনিধি শাহাব উদ্দিন প্রমুখ।
খোলা কাগজের নির্বাহী ও বার্তা সম্পাদক কমলগঞ্জ প্রেস ক্লাবে আসলে ক্লাবের সাংবাদিকরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।
কেকে/এমএ