ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কোর্টপাড় খন্দকার টাওয়ারে অনুষ্ঠিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন পৌর কমিশনার ডালিয়া বেগম, ইউপি সদস্য ফাহিমা বেগম, নার্গিস আকতার, স্পর্শিয়া সরমি ও সাবেক ইউপি সদস্য রীনা বেগম প্রমুখ।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল খান বলেন, “আমাদের গৌরবময় রাজনীতির অধিকারী বেগম জিয়া। তিনি একজন সাহসী নেত্রী হিসেবে সারা বিশ্বের বুকে জাতীয়তাবাদী দল বিএনপিকে সন্মানিত করেছেন।” তিনি বেগম জিয়ার আদর্শে বিশ্বাস রেখে মহিলা বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিদায় নিলেও থেমে নেই তাদের গভীর ষড়যন্ত্র।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মহিলা দলের সমাবেশের সফলতা কামনা করেন তিনি।
এতে বিভিন্ন গ্রামের দুই সহস্রাধিক নারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই