ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম আর নেই। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের ধাক্কার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শিক্ষা পরিবারসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নাসিমা বেগম ছিলেন কসবার ব্যবসায়ী শাহ নোয়াজের সহধর্মিণী। তিনি অত্যন্ত বিনয়ী, শান্ত ও বিদূষী একজন রমণী হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। প্রচুর ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার মাঝে কখনো অহংকারের ছাপ দেখা যায়নি। সাধারণ জীবনযাপন ও মানবিক আচরণ তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।
ব্যক্তিগতভাবে তিনি সাংবাদিকদের ও শুভাকাঙ্ক্ষীদের খুব সম্মান করতেন। বড়দের শ্রদ্ধা ও ছোটদেরকে স্নেহ দেখাতেন।
নাসিমা বেগমের এই অকাল প্রয়াণে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন শোকসন্তপ্ত পরিবার।
কেকে/এমএ