শেরপুরের নালিতাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ৯টি ফার্মেসীর মালিককে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলার নন্নী বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম।
সূত্রে জানা যায়, ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’ লঙ্ঘনের অপরাধে অভিযুক্তদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানাপ্রাপ্তদের মধ্যে রহুল আমিন ২০ হাজার, মো. রুকুনুজ্জামান ১৭ হাজার, মনিরুজ্জামান ৬ হাজার, কামরুল হাসান ৫ হাজার এবং বোরহান উদ্দিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আরও মোহাম্মদ আলী, সাদ্দাম হোসাইন, শাহীনুর ইসলাম এবং মো. নেসার উদ্দিনসহ প্রতিজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ফার্মেসীগুলোর অনিয়ম রোধ করতেই এ অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
কেকে/বি