নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আত্তাবেন নেছা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার সিংবাহুড়ায় অবস্থিত মাদ্রাসার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক নুর মোহাম্মদ মুন্সির সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি শহিদ উল্যা আমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও পৃষ্ঠপোষক আবুল কালাম আজাদ বাচ্চু।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন নিজামী, অভিভাবক সদস্য জুলফিকার আলী পলাশ, মনির হোসেন, নাসির উদ্দিন ও স্বপ্না আকতার।
উপস্থিত ছিলেন সমাজসেবক জাফর আহমেদ, সুমন হাদী, মনজুর আলম।
সমাবেশে বক্তারা বলেন, ‘সঠিক পাঠদানের মাধ্যমে একজন শিক্ষার্থী, উত্তম শিক্ষিত জাতি হিসেবে রুপান্তর হতে পারে। সেই শিক্ষিত জাতি দেশ ও জাতির কল্যাণে কাজ করে, দেশকে সমৃদ্ধ করবে।’
কেকে/এমএ