জাকির হোসেন সুমনকে আহ্বায়ক করে সোনাগাজী সমিতি ঢাকার আটজন বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার পুরানা পল্টন সংলগ্ন আকরাম টাওয়ারে অবস্থিত সোনাগাজী সমিতি ঢাকার অফিসে আয়োজিত জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবু আহমেদ।
সভায় সর্বসম্মতিক্রমে সোনাগাজী সমিতি ঢাকার অচলাবস্থা নিরসনে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার শানু, হাবিবুর রহমান হাবিব, শামছুল আলম রানা ও খালেদ মাহমুদ মাসুদ।
কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন, মোরশেদ আলম সেলিম, নেছার আহমদ, মমিনুল হক, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান ও মো. শাহজানুর রহমান।
এছাড়াও সভায় ভারপ্রাপ্ত দপ্তরের দায়িত্ব পালন করার জন্য মো. নুর করিম, শাহাদাত হোসেন হেলাল ও ভারপ্রাপ্ত অর্থ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য নুরুল আলমকে মনোনীত করা হয়।
জাকির হোসেন সুমন সোনাগাজী সমিতির সব নেতার সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সমিতির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনাক্রমে আগামী ১৫ দিনের মধ্যে সোনাগাজী সমিতি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেকে/এমএ