মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি মাজহারুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যান সম্পাদক ডা. রেজওয়ানুল হক ও টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
কেকে/ আরআই