বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      
অর্থনীতি
সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫ এর আওতায় সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)-এর ব্যবহার বাধ্যতামূলক। তবে দেশের বিভিন্ন এলাকায় যে-সব ক্রয়কারীর এখনও তথ্য প্রযুক্তি উপকরণ ও ই-জিপি ব্যবহারে দক্ষতা ও লোকবলের ঘাটতি রয়েছে, তাদেরকে ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যানুয়াল দরপত্র করার জন্য বিপিপিএ-এর অনুমতি নিতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পিপিআর, ২০২৫ ও ই-জিপি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইএমইডি-এর বিপিপিএ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিম্যাপ) -এর একটি অন্যতম কার্যক্রম হিসেবে সরকারি ক্রয়ে আচরণ পরিবর্তন যোগাযোগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। 

এ কার্যক্রমের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫), ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি), বিপিপিএ-এর কার্যাবলি এবং টেকসই সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে অংশীজন ও জনসাধারণের মধ্যে সচেতনতা ও উৎসাহ বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলায় সরকারি ক্রয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের নিয়ে ১৯ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ কার্যক্রম বাস্তবায়নে বিপিপিএ-এর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কর্মশালাটির ব্যবস্থাপনা করেছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. জিয়াউদ্দীন। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কর্মশালায় সভাপতিত্ব করেন। চট্টগ্রামের বিভিন্ন ক্রয়কারী কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ ও দরদাতাগণের সমন্বয়ে মোট ৬৪ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) ও জাতীয় ক্রয় প্রশিক্ষক শাহ ইয়ামিন-উল ইসলাম, পিপিআর, ২০২৫ বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। বিপিপিএ-এর পরিচালক (উপসচিব) মোহাম্মদ আলী আহম্মেদ খাঁন কর্মশালায় উপস্থিত ছিলেন।

একই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় সরকারি ক্রয় প্রক্রিয়ায় যুক্ত ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের নিয়ে দুপুর ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত হাটহাজারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) ও ই-জিপি বিষয়ে আরেকটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন কর্মশালায় সভাপতিত্ব করেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  সরকারি ক্রয়   ই-জিপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন-মার্কিন দ্বৈরথ
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় নাট্য কর্মশালা ৩০ নভেম্বর থেকে
অস্থিতিশীল বিদ্যুৎ খাত : উত্তরণের উপায়
প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
ধামরাইয়ে সাত অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ জরিমানা
বিএনপি যে কথা দেয় সে কথা রাখে : নাসিরুল ইসলাম
বুধবারের আলোচিত ছয় সংবাদ

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close