২২ বছর পর ভারতের বিরুদ্ধে জাতীয় দলের জয়ের আনন্দ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার শমিত সোম সরাসরি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৈতৃক বাড়িতে এসে পৌঁছান।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে দক্ষিণ উত্তরসুর গ্রামের বাড়িতে তার উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।
কানাডায় জন্ম নেওয়া এই আন্তর্জাতিক ফুটবলার মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়ায়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শমিত বলেন, “বাড়িতে এসে সত্যিই ভালো লাগছে। পরিবারের ভালোবাসা সব ক্লান্তি দূর করেছে। ভারতের সঙ্গে এই জয় আমাদের জন্য বিশেষ মুহূর্ত।” ছোটবেলার খেলার স্মৃতি মনে করে তিনি যোগ করেন, “ক্রিকেটসহ বিভিন্ন খেলা খেলেছি, এখন জাতীয় দলের অংশ হিসেবে খেলতে পারা একেবারে ভিন্ন অনুভূতি।”
দলীয় পরিবেশ নিয়ে শমিত বলেন, “দলের সব খেলোয়াড়ের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। দলের কম বয়সী খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় দলের বড় ভরসা হবে। বাংলাদেশের ফুটবল আরও ওপরে উঠবে।”
এদিকে, তার আগমনে স্থানীয়রা ফুল, ব্যানার ও নানা সাজসজ্জা দিয়ে তাকে বরণ করেন। শমিতের দাদু মানিক সোমও ছিলেন ফুটবলার। তার বাবা মানস লাল শোম ও চাচা মুক্তিযোদ্ধা মোহন লাল শোম শ্রীমঙ্গলের সুপরিচিত ব্যক্তিত্ব।
কেকে/ আরআই