বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
দেশজুড়ে
কুমারখালীতে বেতন নিয়ে বিতর্কে গাড়িচালকের মৃত্যুর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বকেয়া বেতন নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কর্মচারীর হামলার শিকার হয়ে শহিদুল আলম (৫৭) নামের এক গাড়িচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার ১৯ (নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত সার্ভেয়ারের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায় এবং পৌর ভবনের প্রধান ফটক আটকে বিক্ষোভে ফেটে পড়ে।

মারা যাওয়া শহিদুল আলম পৌর এলাকার শেরকান্দি মহল্লার বাসিন্দা। অভিযুক্ত পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামও একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।

শহিদুল আলমের মেয়ে সুবর্ণা খাতুন অভিযোগ করে বলেন, “বড় কর্মচারীরা নিয়মিত বেতন পেলেও আমার বাবার মতো ছোট কর্মচারীদের বেতন দীর্ঘদিন ধরে বকেয়া। আজ বেতন চাইতে গেলে সার্ভেয়ার ফিরোজুল ইসলাম বাবাকে কিলঘুষি ও লাথি মেরে হত্যা করে। পরে লাশ ১০১ নম্বর কক্ষে আটকে রাখা হয়। আমি মামলা করব, হত্যাকারীদের ফাঁসি চাই।”

পুলিশ ও পৌরসভার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির কুমারখালী পৌরসভার ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীর ৪২ মাসের বকেয়া বেতন মিলিয়ে প্রায় ১০ কোটি টাকা পাওনা রয়েছে। আজ সকালে বেতনের দাবিতে শহিদুল বিভিন্ন কক্ষের দরজা বন্ধ করে দেন। সার্ভেয়ার ফিরোজুলের কক্ষ ১১৫ নম্বর কক্ষটি বন্ধ করতে গেলে তাঁদের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়।

পরে দুজনকেই পৃথক কক্ষে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর শহিদুলকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পৌরসভার বাজার পরিদর্শক নুর ইসলাম বলেন, “শুধু ধস্তাধস্তি হয়েছিল, মারামারি হয়নি। শহিদুল হার্টের রোগী ছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যেতে পারেন।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ফিরোজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। জানালা, মিটার ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাড়ি ভাঙচুর ঠেকায়।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বকেয়া বেতন নিয়েই ঘটনার সূত্রপাত বলে ধারণা।” মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ারদার বলেন, “বেতন নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে প্রকৃত বিষয় জানা যাবে।”

কেকে/লআ
আরও সংবাদ   বিষয়:  কুমারখালী   বিতর্কে    গাড়িচালক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close