দীর্ঘ ২২ বছর পর ভারতকে ১–০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। এই জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্রোহী হলের সামনে বড় পর্দায় খেলা উপভোগ করেন। পুরো খেলা জুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে এমন জয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ভারতকে হারানো আরো বেশি আনন্দের।
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি বলেন, “একটা সময় আমরা ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের অপেক্ষায় থাকতাম, আর এখন আমরা অপেক্ষা করি বাংলাদেশের—নতুন বাংলাদেশের, হামজা চৌধুরীর বাংলাদেশ, মুরসালিনের বাংলাদেশ। সাবাস বাংলাদেশ। আরো ভালো খেলবে—এই প্রত্যাশা করি।”
শিক্ষার্থী ফরহাদ আলম বলেন, “আজ অনেকদিন পর বাংলাদেশ জিতছে, প্রতিবার আমরা লাস্ট পর্যায়ে গিয়ে গোল খাই কিন্তু আমরা যে এতো উদ্দীপনা নিয়ে খেলা দেখতাম সেই উদ্দীপনা টা আজ আবার দেখতে পারতেছি সবার মধ্যে। আজকের খেলাটা মনে হচ্ছে এশিয়ায় মহাদেশের এলকাসিকো। আমরা ম্যাচটি খুবই উপভোগ করেছি, বাংলাদেশের খেলা আরো ভালো হোক, সেই পত্যাশা করি।”
শিক্ষার্থী জোবায়েল আহমেদ বলেন, “আজ আমি খুবই খুশি। গত কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে বাংলাদেশ হেরে গেলেও আজ অসাধারণ খেলেছে। আর আমাদের প্রতিবেশী দেশকে হারানোর অনুভূতি সত্যিই অন্যরকম।”
কেকে/এআর