দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর বাড্ডার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে সোহেলকে ডিবির (গোয়েন্দা পুলিশ) পোশাক পরা পাঁচ ব্যক্তি আটক করে নিয়ে যান বলে অভিযোগ জানিয়েছেন তার স্ত্রী সুমাইয়া সীমা।
সোহেলের স্ত্রীর ভাষ্যমতে ওই পাঁচজনের একজন বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান সোহেলের সঙ্গে কথা বলতে চান। এজন্য তাকে নিতে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আবার তাকে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে।’
ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘তাকে (সোহেলকে) এখানেই আনা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়েছে।’
কেকে/এআর