পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ শিকারে গিয়ে আব্দুস সাত্তার গাজী এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় কুকোমারি এলাকায় খালপাটা জাল বিছানোর সময় নদীর মধ্যেই তার মৃত্যু হয়।
জানা যায়, আব্দুস সাত্তার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে। গত ছয় মাসে সুন্দরবনে মাছ শিকারে গিয়ে এটি তৃতীয় জেলের মৃত্যু।
সহযোগী জেলে খানজাহান আলী জানান, গত ১২ নভেম্বর তারা তিনজন কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। সোমবার দুপুরের দিকে কুকোমারী খালে জাল ফেলার সময় আকস্মিকভাবে বুকে ব্যাথা অনুভব করে আব্দুস সাত্তার। এসময় নিজেকে ধরতে বলে নৌকার মধ্যে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মৃতের ছেলে রাহুল ও বাবুল জানান, মাছ ধরতে যেয়ে তার পিতার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সোমবার রাত ১০টার দিকে মৃতদেহ নিয়ে সহযোগীরা বাড়িতে ফিরে আসে। সুন্দরবনে মাছ-কাঁকড়া শিকারে যাওয়া জেলেদের তাৎক্ষনিক চিকিৎসায় টহলফাঁড়িগুলোতে জরুরী কিছু ঔষধ রাখার দাবি জানান তারা।
বন বিভাগ সূত্র জানায়, গত ছয় মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা রেঞ্জে তিন বনজীবীর মৃত্যু হয়েছে। গত সেপ্টেম্বর মাসে খলিলুর রহমান এবং মার্চ মাসে হরিপদ গাইন বনের ভেতরে মারা যান।
কদমতলা স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, সম্ভবত হৃদরোগে আক্রাস্ত হয়ে আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মৃতদেহ এলাকা নিয়ে এসেছে তার সহযোগীরা। অসুস্থ হয়ে মৃত্যু হলে কোন বনজীবীকে বনবিভাগের পক্ষ থেকে কোন আর্থিক সহায়তা দেয়ার সুযোগ থাকে না।
কেকে/ আরআই