শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার নালিতাবাড়ী-নাকুঁগাও সড়কের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর পৌরশহরের দক্ষিণ নৌহাটা এলাকার আজাহার আলীর ছেলে জাহিদ হাসান এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে নিরব মিয়া ইউসুফ।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতলা কমিউনিটি ক্লিনিকের সামনে অবস্থান নেয় টহল দল। পরে নালিতাবাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিন বস্তায় রাখা ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাটিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতার দুই মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
কেকে/ আরআই