বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
দেশজুড়ে
ঢাকায় পাঁচ নেতার বৈঠক
অবশেষে বিভেদ ভুলে এক হলো বাঞ্ছারামপুর বিএনপি
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ৯:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অবশেষে বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঞ্ছারামপুরের বিএনপির পাঁচ নেতা ঐক্যবদ্ধ হলো। 

একাধিক গ্রুপিংয়ে জর্জরিত উপজেলা বিএনপি আজ সোমবার বিকালে (১৭ নভেম্বর) ঢাকায় একটি রেস্টুরেন্টে ঘন্টাব্যাপী বৈঠক শেষে তারা একমত হন। উপজেলা বিএনপিকে রক্ষা করতে যাকেই ধানের শীষের প্রার্থী দেয়া হোক—সবাই মিলে এখন থেকে তার পক্ষেই কাজ করে যাবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির পাঁচ শীর্ষ নেতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা একযোগে কাজ করার ঘোষণা দেন বলে জানান বৈঠকের মূল সমন্বয়কারী বাঞ্ছারামপুরের সন্তান ও ঢাকা মহানগর (উত্তর) যুবদল নেতা লিটন সরকার। 

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিনজন সদস্যসহ মোট পাঁচজন যথাক্রমে এমএ খালেক পিএসসি (সাবেক এমপি), অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, কৃষিবিদ মেহেদি হাসান পলাশ (সভাপতি উপজেলা বিএনপি), ভিপি একেএম মুসা (সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি)।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ মুঠোফোনে খোলা কাগজকে জানান, “আমরা পাঁচজন একত্রে বসে ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যাকেই ধানের শীষের প্রতীক দেয়া হোক—তার পক্ষেই আমরা সকলে কাজ করব। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাই অঙ্গীকারবদ্ধ। সকল সভা সমাবেশ ঐক্যবদ্ধভাবে করব। শীঘ্রই আমরা বাঞ্ছারামপুরে বিশাল মহাসমাবেশ করার পরিকল্পনা করছি।”

বৈঠক সূত্রে জানা আরো জানা গেছে, বৈঠকে তারা সকল বিভেদ ভুলে মাঠে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠক শেষে নেতারা আরো জানান, দলের সিদ্ধান্তই হবে সর্বোচ্চ এবং ব্যক্তি স্বার্থের চেয়ে দল ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তারা বেশি গুরুত্ব দেবেন।

ঢাকা মহানগর (উত্তর) যুবদল নেতা লিটন সরকার বলেন, “বাঞ্ছারামপুরে ধানের শীষের গণভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই।” একইসঙ্গে তারা তৃণমূল নেতাকর্মীদের আন্দোলন–সংগঠনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা বলেন, “দীর্ঘদিনের বিভেদ নিষ্পত্তি হওয়ায় খুশি সর্বস্তরের নেতাকর্মীরা। আমাদের উপজেলা বিএনপির বিভেদ আজ মিটে গেছে। এটি আমাদের দলের জন্য মঙ্গল। নিজেদের মধ্যে বিভক্তি হলে অন্যরা সুযোগ নেয়। আমরা এখন ঐক্যবদ্ধ। সামনের যেকোনো অপশক্তি মোকাবেলা করতে—আমরা এখন থেকে একসঙ্গে কাজ করব।”

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর বিএনপি   পাঁচ নেতা ঐক্যবদ্ধ   সংসদ নির্বাচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close