বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে ফেনীর সোনাগাজী উপজেলায় জামায়াতে ইসলামি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে পৌর শহরের জিরোপয়েন্টে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মিলিত হয়ে পথ সভা করেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মহসিন ভূঞা, সহকারি সেক্রেটারি আবদুল মান্নান ও গোলাম কিবরিয়া।
বক্তারা শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত সব আসামির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের কোন প্রভাব সোনাগাজীতে পড়েনি। যানচলাচল ও ব্যবসায়-বাণিজ্য স্বভাবিক ছিল। কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাহস করে নামতে পারেনি।’
কেকে/এমএ